জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার বিকালে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এইচএম ইলিয়াস উদ্দিন আজাদ সঞ্চালনায় ও সভাপতি আরিফ খান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আঃ মজিদ সাহেব,দেওয়ানগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা এনামুল হক এনাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা দেশের চলমান পরিস্থিতি তুলে ধরেন।
Leave a Reply