শেরপুর নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কে শিক্ষা সফর করে এলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের ( প্রতিবন্ধী ) সুবর্ন নাগরিক স্কাউট দলের সদস্য সহ স্কুলের শিক্ষক, কর্মচারী,ম্যানেজিং কমিটি, অভিভাবক সহ অন্যান্যরা। স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নেতৃত্বে শনিবার স্কুল থেকে বাসে চড়ে জামালপুর হয়ে শেরপুরের নালিতাবাড়ি মধুটিলা ইকোপার্কে গিয়ে পৌঁছেন তারা।সেখানে সারাদিন অবস্থানের পরে ফিরে আসেন রাতে। এ স্কুলটি ২০১৬ সাল থেকে সরকারি বিধি মাফিক পরিচালিত হয়ে আসছে।ক্রিড়া,সাংস্কৃতি, অংকন সহ নানা ক্ষেত্রে বিপুল খ্যাতি অর্জন করেছেন ইতোমধ্যে। শুধু দেশেই নয়,আন্তর্জাতিক অংগনেও নিজেদের তুলে ধরেছেন।১৭০ দেশের প্রতিযোগিতায় জার্মানীর বার্লিনে স্বর্নজয় করেছেন স্কুলের শিক্ষার্থী রবীন। জাতীয় পর্যায়েও সঙ্গীতে আবুল কালাম সেরা হয়েছেন।আজমনি নৃত্যে জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে। জিসান, দিথি আক্তার সহ অনেক শিক্ষার্থী চিত্রাঙ্কনে জেলা ও বিভাগে কৃতিত্ব দেখিয়েছেন।শিহাব ভারতে ক্রিকেটে বিশেষ পদক লাভ করে।শ্রী বাসুদেব মালয়েশীয়ায় ফুটবল টুর্নামেন্ট এ খেলতে যাবার বাছাইয়ে টিকে গিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন। এ রকম সাফল্য এসেছে এবং আসছেই অনবরত। আর এসব সাফল্যের মুল চালিকাশক্তি হচ্ছেন,দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। ২০১৬ সাল থেকে শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। অমানবিক কষ্ট তাদের। সবার দাবি,স্কুলটির দ্রুত এম পি ও ভুক্তি বা জাতীয়করনের।
Leave a Reply