জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ( ভূমি) মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহ্সান হাবিব, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, চর আমখাওয়া (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম, সাংবাদিক খাদেমুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা,স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা,সুশীল সমাজের প্রতিনিধি,দলীয় নেতাকর্মী,জনপ্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা শেখ রাসেল দিবস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
Leave a Reply