জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার পাশে আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উপজেলা যুবলীগের আহবায়ক সাদ্দাম হোসেন জাহেদীর সভাপতিত্বে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল হক মান্না, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুর ইসলাম খোকন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম, উপজেলা আওয়ামী লীগ ও সহকারি সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
Leave a Reply