জামালপুর জেলার দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজাউল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য হারুনুর রশিদ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান,সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন ,চর আমখাওয়া( ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম,
সাংবাদিক মদন মোহন ঘোষ, সাংবাদিক তারেক মাহমুদ, সাংবাদিক এস এম দেলোয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দলীয় নেতাকর্মী ,জন প্রতিনিধি, সাংবাদিক ও আরো অনেকে। এ সময় বক্তারা দুর্যোগ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply