নীলফামারী- ১ ডোমার-ডিমলা আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার।
গতকাল রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে আনলে জনসাধারণের তোপের মুখে পড়েন তিনি। নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মোঃ দেলোয়ার হোসেনের আদালতে হাজির করার সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা ভুয়া এমপি ভোট চোর আগুন খাওয়া বাহিনীর গডফাদার দুর্নীতিবাজ বলে স্লোগান দিয়ে এমপি কে লাথি কিলঘুষি মারার পাঁয়তারা চালান কোট চত্বরের জনগণ। পুলিশ নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা সাবেক এমপি কে নিরাপদে আদালতে হাজির করে। জনতার স্লোগান পুলিশ সামাল দিতে না পারায় দ্রুত তাকে আদালত থেকে প্রিজন ভ্যানে কারাগারে নেওয়ার পথেই বিক্ষপ্ত জনতারা গাড়িটির ভিতরে ধুলাবালি নিক্ষেপ শুরু করেন। এই বিষয়ে নীলফামারী জেলা জজ কোটের পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী গণমাধ্যম কর্মীকে বলেন ডোমার ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন এর বিরুদ্ধে ডোমার উপজেলায় দুইটি মামলায় পুলিশ তাকে শোন এ্যারেস্ট আবেদন করেছিলেন। সেই কারণেই গ্রেফতারকৃত এমপি কে রংপুর কারাগার হতে নীলফামারী আদালতে হাজির করে তাকে এ্যারেস্ট দেখানো হয়েছে। পরবর্তীতে তারিখে আমরা অবশ্যই রিমান্ড এজন্য আবেদন করব।
Leave a Reply