পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি ছাগল একই সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের হবিবর রহমানের একটি ব্লাক বেঙ্গল প্রজাতির ছাগল একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে।
এদের মধ্যে চারটি পাঠা ও একটি ছাগী। বর্তমানে ছাগলটিসহ প্রসব করা পাঁচটি বাচ্চাই সুস্থ ও ভালো রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হবিবর রহমান কালদাসপাড়া গ্রামের মৃত সফিরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইট ব্যবসায়ী। ব্যবসার ফাঁকে তিনি ছাগল পালন করে আসছেন। ব্লাক বেঙ্গল প্রজাতির এই ছাগল থেকে এখন তার ছাগলের খামারে ছোট বড় মিলে ছাগলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ থেকে ১৪ টিতে। তবে অধিকাংশ ছাগল স্থানীয় বাজারে বিক্রি করেন তিনি। বর্তমানে তার খামারে থাকা একটি ব্লাক বেঙ্গল ছাগল শনিবার এক সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করে। তন্মধ্যে একটি ছাগী ও অবশিষ্ট চারটি পাঠা। আর একসঙ্গে প্রসব করা পাঁচটি ছাগলের বাচ্চা সুস্থ ও সবল হয়েছে।
খামার মালিক মো. হবিবর রহমান জানান, তিনি চার-পাঁচ বছর আগে তার বাড়িতে ছোট্ট পরিসরে একটি ছাগল খামার গড়ে তোলেন। মূলত তার স্ত্রী ও ছেলে এটির সার্বিক দেখাশোনা করেন। একটি ব্লাক বেঙ্গল ছাগল থেকে বর্তমানে তার খামারে ছোট বড় মিলে ১০ থেকে ১৪টি ছাগল রয়েছে। ইতিমধ্যে ১০/১২টি ছাগল বিক্রি করেছেন তিনি। তিনি বলেন, এর আগে ছাগলটি এক সঙ্গে ৩ থেকে ৪টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। কিন্তু এবারই প্রথম একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব করল। এদিকে, একটি ছাগলের এক সঙ্গে পাঁচটি বাচ্চা প্রসবের খবরটি অল্প সময়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। তাই প্রসবকৃত ছাগলের বাচ্চাগুলোকে দেখার জন্য প্রতিদিন কৌতূহলী মানুষজন হবিবর রহমানের বাড়িতে ভিড় করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা প্রাণিসম্পদ ওয়েব সাইটে প্রবেশ করলে কর্মকর্তাদের নাম ও পদবি থাকলেও মোবাইল লিখা অপশনে মোবাইল নম্বর না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply