জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী সাবেক যুবদল নেতা মোঃ ওমর ফারুক মুন্না।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার, গাজিপুর বাজার, বাতাকান্দি বাজার ও মাছিমপুর বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাজে দলীয় ৩১দফার লিফলেট বিতরণ এর মাধ্যমে এ নির্বাচনী গনসংযোগ করেন তিনি।
ওমর ফারুক মুন্না তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক সাধারন সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।
এবিষয়ে ওমর ফারুক মুন্না বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজ লিফলেট বিতরণ করেছি। দলীয় মনোনয়ন পেলে আমি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে নির্বাচন করবো এবং জনগনের জীবন মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে অগ্রাধিকার, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করে হোমনা-তিতাসকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।
Leave a Reply