দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রান তাওহীদি মুসলিম জনতা।
শুক্রবার (২১মার্চ) দুপুর ৩টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামবাসীর সৌজন্যের ব্যনারে বাতাকান্দি বাজার এলাকায় একটি মিছিল বের হয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের উপর অবস্থান করে।
পরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
পরে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply