আসন্ন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৪, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছকিন আক্তার খুশি এর মনোনয়ন যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে বাতিল হয়েছে। তবে আগামী তিন কার্যদিবসের মধ্যে আপিল করার সুয়োগ রয়েছে বলে জানাগেছে নির্বাচন অফিস সূত্রে।
বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বাছাই কমিটির মিটিংয়ে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন-তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,সহকারী রিটার্নিং অফিসার ও তারাকান্দা উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার এবং মোক্তাগাছা উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা।
যাদের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ফজলুল হক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ মাসুদ তালুকদার, আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সরকার বকুল ও ইসলামী আন্দোলের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, ব্যবসায়ী আবু হুরায়রা তালুকদার ও তারাকান্দা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী শামীম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার কাকন ও হাসনা বেগম বেবী ।
আগামী ২৬ মে প্রতীক বরাদ্দ ও ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারাকান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৫৯ হাজার ৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-এক লক্ষ ৩২ হাজার ৫৫০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৬ হাজার ৪৫৬ জন।
Leave a Reply