ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো: হারুন অর রশিদ , কো-কো-অর্ডিনেটর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি অধ্যাপক ড. মো: আবু হাদী নূর আলী খান, ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ,
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ আসলাম আলী,সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রক্টর অধ্যাপক ড. মো: আজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরাবিভিন্ন ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান বাকৃবির ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।তিনি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, ছাত্র নেতৃবৃন্দ ,গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৪১ জন। এবারে বাকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৬ দশমিক ০৬ শতাংশ।
উল্লেখ্য, এ বছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ২,৯৩৪ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১,২২,৮৩৪ জন।
Leave a Reply