গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ আছে। শিক্ষার্থী, পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে (৩ আগস্ট) শনিবার সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জড়ো হতে থাকেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি ‘শোকমিছিল’ পালন করতে চন্দ্রা এলাকায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান নেন। সংঘাত এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে চন্দ্রা যাত্রীছাউনির সামনে।
Leave a Reply