ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।শীত-বর্ষা গরম সব সময়ই এখন ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু রোগী বাড়ার অন্যতম কারণ হচ্ছে মশার সংখ্যা বাড়ছে, আর প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যাও দেখা যাচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। ডেঙ্গু সৃষ্টিকারী এডিস মশা বংশবিস্তার করে বাসাবাড়ি, আঙিনায় বা আশেপাশের জমে থাকা পরিস্কার পানিতে। এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিয়মিত মশক নিধনের স্পে কার্যক্রমের পাশাপাশি চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।গতকাল বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ করতে মশক নিধনের স্পেসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ বিষয়ে মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন- সকলের সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় বছরব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মশার প্রজননক্ষেত্র চিহ্নিতকরণসহ ধ্বংসের কাজ চলমান রয়েছে। তিনি আরও জানান, সকলকে নিজ দায়িত্বে বাসাবাড়ি, নিজ আঙিনা পরিস্কার রাখতে হবে, যেন যেখানে সেখানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার করতে না পারে।
Leave a Reply