1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই: মেয়র টিটু  - দৈনিক আমার সময়

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই: মেয়র টিটু 

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
গতকাল ২৫ অক্টোবর রোজ বুধবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে UNICEF কতৃক আয়োজিত Orientation on Community Engagement for Dengue Prevention আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। প্রধান অতিথি বক্তব্যে বলেন, মশার মাধ্যমে ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকার মতো জটিল রোগের সংক্রমিত হতে পারে। তাই আমাদের সকলকে মশা নিধনের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। অপরিষ্কার, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে মশা ডিম পাড়ে না। তাই আমাদের চারপাশের কোথায় স্বচ্ছ পানি জমে আছে, তা লক্ষ রাখতে হবে। শহর অঞ্চলে অনেকেই শখ করে ছাদে বিভিন্ন ফুল-ফলের গাছ লাগিয়ে থাকে। তা নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।অতএব ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই ।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। আরও বক্তব্য রাখেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, UNICEF এর চীফ মোঃ উমর ফারুক, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ রেদোয়ান আহমেদ, মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এবং  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com