বীর মুক্তিযোদ্ধা ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২৩ উদ্ধোধন এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২০ মে) সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ক্রীড়া সংগঠক রাশেদুল ইসলাম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মহীউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুল মজিদ ফটো, প্রয়াত ডাঃ রফিক উদ্দিনের সহধর্মিনী সাবিরা সুলতান,ডাঃ রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের পৃষ্টপোষক ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মাকসুদা মুস্তারীণ, ডাঃ আব্দুল্লাহ আল ফারুকসহ প্রমুখ।
Leave a Reply