গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১০টার দিকে রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে ৯টার দিকে ট্রেনে কাটা পড়েন তিনি।
নিহত ইমন মিয়া (২৫) শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি গাজীপুর সদরের মেম্বার বাড়ি এলাকার একটি টেইলার্সে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে নিহত ইমনের মামাতো ভাই মো. কাজল মিয়া বলেন,’প্রায় এক বছর আগে ইমনের বিয়ে হয় প্রতিবেশী মোসা. রানী নামে এক তরুণীর সঙ্গে। বিয়ের পরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য দেখা দেয়। পারিবারিকভাবে বেশ কয়েকবার মিলিয়ে দেওয়া হলেও তাঁদের মধ্যে বিরোধ থেকে যায়। গতকাল স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু গতরাতে আমি কারখানায় থেকে জানতে পারি যে, সে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, রাতে রেললাইনের পাশে ইমনের মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। তাঁদের ধারণা, ইমন আত্মহত্যা করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ বিষয়টি অবগত হয়ে রেললাইন পুলিশকে জানানো হয়েছে। তাঁরা আইনানুগ ব্যবস্থা নিবেন।’
জয়দেবপুর রেলওয়ে থানার পুলিশ জানায়,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply