1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

টোকিওতে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৯ জানুয়ারি ২০২৫ দূতাবাসের অডিটোরিয়ামে বাংলাদেশের মানবসম্পদ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রায় ৫০ টি জাপানি কোম্পানি ও জনশক্তি নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি মানবসম্পদসহ বাংলাদেশের বিভিন্ন খাতে ক্রমাগত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বলেন, এখন সময় এসেছে মানব সম্পদের দিকে মনোনিবেশ করার কারণ একদিকে বাংলাদেশের রয়েছে প্রচুর দক্ষ জনশক্তি এবং অন্যদিকে জাপানে রয়েছে বিদেশী শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা।
রাষ্ট্রদূত দাউদ আলী জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ ও এর জন্য কার্যকর ব্যবস্থা প্রণয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পরে ওয়াতামি এজেন্ট কোং লিমিটেডের প্রেসিডেন্ট জুন ওনেদা একটি প্রতিষ্ঠানের কর্মীদের সাংস্কৃতিক অভিযোজন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বক্তব্য রাখেন। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদীন এবং কাইকম ড্রিম স্ট্রিট বিডি কোং লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে বাংলাদেশের মানবসম্পদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এখানে উল্লেখ্য যে ২০১৮ এবং ২০১৯ সালে দুটি এমওসি স্বাক্ষরের পর গত আড়াই বছরে জাপানে বাংলাদেশি কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এ সময়ে জাপানে বাংলাদেশিদের সংখ্যা ১৮০০০ থেকে বেড়ে প্রায় ৩২০০০-এ উন্নীত হয়েছে।
সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com