1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টেকনাফে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক - দৈনিক আমার সময়

টেকনাফে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য এগারো কোটি বায়ান্ন লক্ষ টাকা।  সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন,মায়ানমার মংডু -সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মোঃ হাফিজুর রহমান (২৮), একই এলাকার -মৃত সুলতানের পুত্র মোঃ আনোয়ার (৩০)।
মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমারের দুইজন নাগরিক এসব স্বর্ণ পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করে।বিজিবি গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।এসময় মিয়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের  আনুমানিক বাজার মূল্য এগারো কোটি বায়ান্ন লক্ষ টাকা। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com