1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ আটক-১ - দৈনিক আমার সময়

টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ আটক-১

আখতার হোসেন হিরু,টেকনাফ (কক্সবাজার)
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।
আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ার হাবিব উল্লাহ ছেলে জাহাঙ্গীর আলম (২৩)।
কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার জনৈক হাবিব উল্লাহ এর বসতঘরের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বাঁশের বেড়া ও টিনের ছাউনীযুক্ত পূর্বমুখী বসতঘরের ভিতর বিদেশী মদের বোতল এবং বিয়ার মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বসত ঘর তল্লাশী করে খাটের নীচে ও বিভিন্ন স্থানে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে  সর্বমোট ৭২১টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির গায়ে ইংরেজীতে GRAND ROYAL BLACK BLENDED WHISKY 700 ml 43% alc লেখা আছে) এবং ৩২৪ক্যান বিয়ার (প্রতিটির গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD ALC 5% ABV LAGER BEER, PRODUCT OF MYANMAR লেখা আছে) উদ্ধার করা হয়।
এছাড়াও আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই আরও একজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তি স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ও পলাতক মাদক কারবারীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিতে ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থা অবলম্বনের মাধ্যমে মাদক পাচারের সাথে জড়িত। তারা বিয়ারের ক্যান ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে এবং পরবর্তীতে মজুদকৃত মাদক টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে থাকে বলে জানায়। অদ্য উপরোল্লিখিত মাদকসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com