1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
টেকনাফে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন - দৈনিক আমার সময়

টেকনাফে প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন

দিদারুল আলম সিকদার,কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজারের সর্ব দক্ষিণের সীমান্ত জনপদের উপজেলা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও প্রার্থীদের প্রচার-প্রচারণায় সীমান্ত জনপথের এ উপজেলা নির্বাচনী হাওয়ায় এখন মূখরিত হয়ে উঠেছে। রাতদিন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন
এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুই জন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি টেলিফোন প্রতীকের প্রার্থী নুরুল আলম, সাবেক উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে লড়ে যাওয়া  জাফর আহমদ।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান(সাধারণ) পদে তিন জন সরওয়ার আলম, মৌলবী রফিক উদ্দীন, আবু ছিদ্দিক আবু, এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- তারা হলেন
গোলাপ জান, তাহেরা আক্তার মিলি,  মর্জিনা আক্তার। আগামী ২৯ মে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এবার ১ লাখ ৮০ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com