1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে পুলিশের অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক  - দৈনিক আমার সময়

টেকনাফে পুলিশের অভিযানে ২৭ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক 

আখতার হোসেন হিরু,টেকনাফ (কক্সবাজার) 
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
কক্সবাজারের টেকনাফে অবৈধ মাদকদ্রব্য ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
আটককৃত রোহিঙ্গারা হলেন,টেকনাফ হ্নীলা  ইউনিয়নের জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা আবুল হাসেমের মেয়ে ও মোঃ রিয়াজের স্ত্রী রফিকা (২৫) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা
কালা মিয়ার মেয়ে ও দীল মোহাম্মদের স্ত্রী
নুরজাহান (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান পরিচালানা করে আটককৃত ধৃত আসামী রফিকা(২৫) এর বসত ঘর থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এবিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৬৪/৭৫৯, ইং ২৪/১০/২০২৩ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ) ধারায় রুজু হয়। আটককৃত রোহিঙ্গা নারীদেরকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com