1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে দক্ষিণ বনবিভাগের সহায়তায় উদ্ধার হলো ২০ ফুট লম্বা একটি বড় অজগর সাপ - দৈনিক আমার সময়

টেকনাফে দক্ষিণ বনবিভাগের সহায়তায় উদ্ধার হলো ২০ ফুট লম্বা একটি বড় অজগর সাপ

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজার দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফে বিরল এক ঘটনার সাক্ষী হলো বাহারছড়া এলাকার বাসিন্দারা। গেল রবিবার রাতে উত্তর শীলখালী গ্রামে আবদুস শুক্কুরের বাড়ির উঠানে বিশাল আকৃতির একটি অজগর দেখা যায়। স্থানীয়দের আতঙ্কের মধ্যে বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে।

বন বিভাগের শীলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উদ্ধারকৃত অজগরটি প্রায় ২০ থেকে ২২ ফুট লম্বা এবং ওজন ১০০ কেজির বেশি। এটি ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত। তিনি বলেন, “এত বড় অজগর এই এলাকায় আগে দেখা যায়নি, যা সত্যিই বিস্ময়কর।”

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের কর্মকর্তারা এবং শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান জানান, ২০১৯ সাল থেকে তারা টেকনাফের বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি সাপ উদ্ধার করেছেন।

উদ্ধারের পর বন বিভাগ রাতেই অজগরটিকে টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু পরিবেশের জন্য নয়, বনাঞ্চলের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন বিরল দৃশ্যের সাক্ষী হওয়া একদিকে যেমন ভয়ের, তেমনি আশ্চর্যেরও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com