“ভাই আমার ভাই ” নাটকের টাইটেল গানের সুর সংগীত করেছেন আনোয়ার শিকদার টিটন মামা। সরওয়ার হোসেন এর কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন এ এইচ পলাশ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জয় সরকার। কণ্ঠশিল্পী পলাশ বলেন- আমার ভাগ্যটা মিলেছে টিটন মামার সুর সংগীতে গানে কন্ঠ দিতে পেরেছি।
গান ভালো গাইতে পারলে, ফেসবুক থেকেও শিল্পী বাছাই করেন। মামা আমার ফেইসবুকে দুই লাইন গাওয়া গান শুনে ছিলেন এবং আজ গাওয়ালেন। আমি কৃতজ্ঞ মামার কাছে আমাকে মূল্যায়ন করেছেন।
এত যত্ন করে গান উঠালেন, গাইতেও খুব ভালো লাগলো। অচিরেই টিটন মামা প্লেব্যাক করাবেন। আশা করি আমার স্বপ্ন পূরণ হবে।
Leave a Reply