ঝালকাঠীর ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহতের ঘটনায় বাশার স্মৃতি বাসটির সুপারভাইজার মিজান হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)। সোমবার ২৪ জুলাই বিকেলে ঝালকাঠীর রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান নলছিটি উপজেলার পূর্বরায়াপুর (বটতলা) এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। ২৪ জুলাই সোমবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম। এর আগে রবিবার ২৩ জুলাই রাতে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় চালকসহ ৩ জনের নামে ঝালকাঠী সদর থানায় এসআই সুশংকর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন বাশার স্মৃতি বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) হেলপার আকাশ (১৭)। শনিবার ২২ জুলাই সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠী-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরো অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।
Leave a Reply