ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় আজ সকালে একটি যাত্রীবাহী বাস ৬০/৭০ যাত্রী নিয়ে নিয়ে পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাশার স্মৃতি পরিবহন নামের একটি বাস প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ছত্রকান্দা ধানসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে দ্রুত গতিতে আসা বাসটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনী ১৪ জনের লাশ উদ্ধার করেছে।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুইজন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও আহত অবস্থায় ২৩ জনকে উদ্ধার করা হয়েছে ।
Leave a Reply