দেশের সমুদ্র নগরী পর্যটন জেলা
কক্সবাজার সদর হাসপাতালকে আধুনিক চিকিৎসা সেবার রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন সিলেট জেনারেল আতাউল গনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকালের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি বিশেষজ্ঞ টিম নিয়ে সকালে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান টিমকে ফুলের শুভেচ্ছা সহ স্বাগত জানান।
এরপর বিশেষজ্ঞ চিকিৎসক টিম কক্সবাজার সদর হাসপাতালের মডেল জরুরী বিভাগ, শিশু বিভাগ, মডার্ন প্যাথলজি বিভাগ, শেখ রাসেল নবজাতক কেয়ার ইউনিট, হাসপাতাল লণ্ড্রী সার্ভিস, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
সিলেটের এএমজি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন- জেলা শহরের জন্য এটি একটি উন্নত আধুনিক চিকিৎসা সেবার রোল মডেল। এত চমৎকার সুযোগ সুবিধা আধুনিক চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশের কোন জেলা সদরের হাসপাতালে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টার উৎকৃষ্ট উদাহরণ কক্সবাজার সদর হাসপাতাল।
আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান বলেন- কক্সবাজার সদর হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে পুরস্কৃত করেছেন। আমরা ও এ ধারাবাহিকতা বজায় রেখে চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকর। আমাদের পরিবেশ ও চিকিৎসা সেবার নানা কার্যক্রম পরিদর্শন করে পরিদর্শক টিম খুবই সন্তুষ্ট হয়েছেন। আগত প্রতিনিধি টিমের সদস্যরা ও আমাদের কিছু নেওয়া পদক্ষেপ ওনাদের সেখানে ও চালু রাখার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়া ও কক্সবাজার সদর হসপিটালের নবাগত তত্বাবধায়কের সার্বিক তত্বাবধানে আরও বেশি চিকিৎসা সেবার মান উন্নয়ন বজায় রেখে আগামীতে বহুদুর এগিয়ে যেতে সক্ষম হবে।
এসময় পরিদর্শন টিমের সাথে ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা: এন আলম, এনেস্থিসিয়া বিভাগের প্রধান ডা : বিধান পাল সহ সদর হাসপাতালের অন্যন্য চিকিৎসকগণ।
Leave a Reply