জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মো: শামীম মিয়া (২২) নামে এক প্রতিবন্ধী প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছেন। ঘটনার সুত্রে জানা যায়,একই এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম সম্পর্কে শামীমের জেঠা, দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে, বিরোধের জের ধরে ৩ অক্টোবর (মঙ্গলবার) জমিতে বেগুন চাষ নিয়ে শামীমের বাড়িতে চড়াও হয়ে আসে শামীমের জেঠা সাইফুল, দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবন্ধী শামীমের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সাইফুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপাতে থাকে।নিহত শামীমের স্ত্রী তাছলিমা বেগম সাংবাদিকদের জানান,আমার প্রতিবন্ধী স্বামীকে তাদের হাতে থাকা বিভিন্ন অস্ত্র নিয়ে কুপাতে থাকে এবং শরিরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে, আমার শাশুরী শাহীনা বেগম ও আমার ভাই জাহাঙ্গীর আলম (২৫) তাদের ফিরাইতে আসলে তাদের কেও নানা ভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত শামীমকে এবং অন্যান্য আহত লোকদের দ্রুতগতিতে বকশিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয় এবং সেখানেই তার মৃত্য হয়। এদিকে ঘটনাস্থল পরিষদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী, এ বিষয়ে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে রাম দা,লোহার ফলা, দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply