” স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ও সহকারী (ভূমি) কমিশনার আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,উপজেলা প্রকৌশলী আমিনুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা ।
Leave a Reply