পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বুধবার রাতে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় তার স্ত্রীর কাছে ১ হাজার টাকা চাইলে দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ২০১২ সালের ২১ আগস্ট লাকী বেগমের বাবা আব্দুর রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার চলাকালে আসামি পক্ষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২০১৭ সালের ১০ এপ্রিল ওসমান কিডনী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানানো হয়। মৃত্যুর ভূয়া খবরটি এলাকাতেও ছড়ানো হয়। পরে তাকে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply