জামালপুরের ইসলামপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন ধর্ম-প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১২হজার ৩৭০জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,গম,ভুট্টা,চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ,মুগ ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির জন্য এ সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাজাহান, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply