জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শামীম মিয়া ও আরমান নামে দুই যুবক নিহত হয়েছে। আজ দুপুরে জেলার ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর মহা সড়কে পণ্যবাহী কভার্ড ভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চলন্ত অটোরিকশা মুহূর্তেই তছনছ হয় এবং বিস্ফোরণের সময় বাতাসের চাপে রাস্তার ইটপাটকেলের আঘাতে অটোরিকশায় থাকা এক যুবকের মৃত্যু হয়। এতে গুরুত্বর আহত হন আরও একজন।
অপর দিকে ইসলামপুর উপজেলায় জামালপুর- দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় আরমান নামে এক যুবক নিহত হয়েছেন।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply