জামালপুরে ডোবায় জমে থাকা পানিতে ডুবে সাত বছর বয়সী শুকরিয়া ও আতিয়া নামের দুই শিশু মারা গেছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
সোমবার দুপুরে সদর উপজেলার ভেলা পিংগলহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকরিয়া ভেলা পিংগলহাটি গ্রামের সাদ্দাম হোসেনের কন্যা এবং আতিয়া এরশাদ হোসেনের কন্যা।
পারিববারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
দুই শিশু স্থানীয় নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
Leave a Reply