বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় জামালপুরের সদর উপজেলার সরকারি ও এমপিওভুক্ত ৯১টি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব, প্রধান মন্ত্রীর বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান’র সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেনসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫৫৮ টি ট্যাব, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং ১০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।
Leave a Reply