জামালপুরে প্রবল ঝড়ে প্রাণহানিসহ প্রায় পাচশতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। এছাড়াও আমগাছ সহ বিভিন্ন ফল ও সব্জি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ঝড় হাওয়ায় জেলার ইসলামপুরের চরপুটিমারীর শেখ পাড়া শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতিসহ পাচশতাধিক ঘরবাড়ি লন্ড ভন্ড হয়েছে । অপরদিকে মেলান্দহ উপজেলায় গাছের চাপায় সুজন নামের ব্যবসায়ী নিহত ও একজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
ঝড় হাওয়ায় জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় ফলবাগান ও বোরোধানসহ অন্যান্য ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা জানান,ঝড় হাওয়ায় নিহতের দাফন কাফনের ও আহতর চিকিৎসার জন্য সরকারি ভাবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।এছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহযোগিতার ব্যাবস্থা করা হবে।
Leave a Reply