“অসমতা বিরুদ্ধে লড়াই করি দুর্যোগে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিসের উদ্যোগে পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবেলায় মহড়া প্রর্দশন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামান আব্দুন নাসের বাবুল। জেলা পরিষদের সদস্য মজিবর রহমান শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেসসহ আরও অনেকেই।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply