জামালপুরের বকশিগঞ্জ অত্যান্ত ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে। বিএনপির বেধে দেওয়া ২৯ (অক্টোবর) একদিনের হরতাল কর্মসুচির মধ্যে জামালপুর বকশিগঞ্জে এর কোনো কার্যক্রম চোখে পরার মত নয়। বিএনপির কোনো নেতার্মীকে হরতালের সমর্থনে রাস্তায় বের হতে দেখা যায়নি। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও স্বাভাবিকভাবে চলছে সাধারন যানবাহন এ ক্ষেত্রে সাধারণ মানুষ কোনো প্রকার ভোগান্তির শিকার হচ্ছে না । এদিকে হরতালকে উপলক্ষ করে কোথাও কোন দুর্ঘটনা খবর পাওয়া যায়নি। শুধুমাত্র দূরপাল্লার যানবাহন ছাড়া বাকিগুলো অন্যান্য দিনের মতই স্বাভাবিক রয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ( রবিবার) সকাল ১০ ঘটিকায় দলের বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে ” শান্তি সমাবেশ” মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে দলের ভাইটাল নেতাকর্মীরা বক্তব্য রাখেন, বক্তব্যে তারা বলেন, জামাত-বিএনপি ২৮ তারিখ সমাবেশের নামে যে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল বাংলাদেশের জনগন তা বুঝে গেছে,তারা যে আল্টিমেটাম দিয়েছিল শেখ হাসিনা সরকারকে পতন ঘটাবে সেক্ষেত্রে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বলেন,২৮ তারিখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, এই উন্নয়নে ধারাকে ব্যাহত করার ব্যর্থ চেষ্টায় কিছু কুচক্রী মহল দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ।.সবশেষে নেতাকর্মীরা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ সব সময় রাজপথে পাহারাই থাকবে।
Leave a Reply