জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর উপপরিচালক (উপসচিব) জনাব মোঃ শফিউর রহমান।
১৯ শে অক্টোবর ২০২৩ইং বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জামালপুরের জনাব মোঃ শফিউর রহমান (ডিসি) বকশিগঞ্জ এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বকশীগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠকে আইনশৃঙ্খলা চোরাচালান প্রতিরোধ, এলাকার বিভিন্ন সমস্যা উন্নতিকরণ কল্পে ব্যাপক আলোচনা হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিউর রহমান (ডিসি) জামালপুর, বিশেষ অতিথি(১) মোঃ মুক্তার হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক), সভাপতি দায়িত্বে অহনা জিন্নাত (উপজেলা নির্বাহী অফিসার) বকশীগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে আব্দুর রউফ তালুকদার (উপজেলা চেয়ারম্যান), বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর (পৌর মেয়র) বকশীগঞ্জ, আরো উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বৃন্দ, বকশীগঞ্জ উপজেলা ইউনিয়নের সকল চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বকশীগঞ্জ উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ আরো অনেকে।
Leave a Reply