জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পিএফজির এ্যাম্বসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সদস্য অঞ্জন পুরকায়স্থর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন কে আহ্বায়ক ও সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকারকে সদস্য সচিব করে দ্বন্দ্ব নিরসন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল খালিক, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাছ মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলেয়া বেগম।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্ময় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়কসম্পাদক ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, ইউপি সদস্য আলেয়া বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।
Leave a Reply