1. : admin :
জাতীর বিবেক কে আঘাত করেও প্রশাসনের নাকের ডগায় অপরাধীরা দিব্বি ঘুরে বেড়ায় - দৈনিক আমার সময়

জাতীর বিবেক কে আঘাত করেও প্রশাসনের নাকের ডগায় অপরাধীরা দিব্বি ঘুরে বেড়ায়

শাহ্ আলম
    প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
গত ১৮ই অক্টোবর/২৩ইং কদমতলি থানার আওতায় মোহাম্মদ বাগ এলাকার চৌরাস্তায় আওলাদ মিয়ার ভবনে একটি মাদ্রাসায় একজন শিশু বালক শিক্ষার্থীকে উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল বলৎকার করে।
এ বিষয়ে স্থানীয় থানার ওসির কাছে জানতে চাইলে তিনি তার সত্যতা স্বীকার করে বলেন ভুক্তভোগীর গার্ডিয়ান থানায় এসে আমাকে জানালে আমি এ বিষয়ে মামলা নেওয়ার চিন্তা করি। একটু পরেই ভিকটিমের গার্ডিয়ানদের কাউকেই থানায় খুঁজে পাওয়া যায় নি।
বিষটি স্থানীয় সাংবাদিক শাহ্ কামাল উদ্দিন  খাঁন ঘটনাটি কি পর্যায় আছে জানার জন্য উক্ত মাদ্রাসার ভবন মালিক আওলাদ মিয়ার সঙ্গে মুঠো ফোনে আলাপ করলে আওলাদ মিয়া বলেন আগামী কাল মাদ্রাসায় আসেন সব খবর জানতে পারবেন।
১৯শে অক্টোবর ২৩ ইং সকাল ১১ ঘটিকার সময় মাদ্রাসার ভবনে প্রবেশ করার মূহুর্তে গেটের সামনেই ওৎপেতে থাকা একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র,  লোহার অ্যাঙ্গেল পাইপ লাঠি কুড়াল হাতুড়ি নিয়ে ঝাপিয়ে পরে সাংবাদিকের উপর, উক্ত সময় সাংবাদিক শাহ্ মোহাম্মদ কামাল খাঁন এর মাথায় আঘাত করলে তিনি মারাত্মক জখম হ’ন তখন সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক শাহ্ কামাল খাঁনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
উক্ত বিষয়ে, সাংবাদিক শাহ্ মোহাম্মদ কামাল খাঁন কে অন্য সাংবাদিক গন শারিরীক অবস্থা ও  আসামী গ্রেফতার সমন্ধে জানত চাইলে শাহ্ মোহাম্মদ কামাল খাঁন বলেন আমি এখনো খুবই অসুস্থ।
আর আসামী গ্রেফতার করার পুলিশের দায়িত্ব।
শাহ্ মোহাম্মদ কামাল খাঁন আরো বলেন কোন অদৃশ্য কারনে এতো গুলো প্রত্রিকায় এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার  হওয়ার পরেও কদমতলীর পুলিশ কেনো ঘটনায়  জড়িতদের আইনের আওতায় আনতে পারেনি তা আমার জানা নাই ।
আমি সুস্থ হয়ে আইজিপি মহোদয় ও প্রধানমন্ত্রী কে অবগত করেই আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com