# কক্সবাজার জেলা শাখার সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল সম্পন্ন
টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার আগামী ২৮ জুলাই/২০২৩ সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, টেকনাফ উপজেলা শাখার কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল সম্পন্ন হয়েছে।
১৮ জুলাই বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল সম্পন্ন হয়।
টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হক’র সঞ্চালনায় ও টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রস্তুতি সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রহিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এড.একরামুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মেম্বার।
উপস্থিত ছিলেন, ঈদগাহ সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী।
বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবদুল মতলব সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ করিম, রহমত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন চৌধুরী বাবু।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল জলিল, আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাশা, প্রচার সম্পাদক আবদুস শরিফ, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম সিকদার, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান দরিয়ার মিজান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জে কে রাশেল,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক আবদুস সালাম রিপু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সব্বির আহাম্মদ বলি, উপ ধর্ম বিষয়ক সম্পাদক মৌ:সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন শুভ, মোহাম্মদ আলম, রবিউল আলম, আবদুল গফুর, হেলাল খাঁন, মঈনউদ্দীন তুহিন, মোহাম্মদ রাশেদ, সাইফুল ইসলাম, নুরুল আলম,ইউসুফ ভূলু, আলিম উল্লাহ, নুরুল আলম নুরু, সাদেক হোসেন খোকা, আকরাম হোসেন, শাহ পরীর দ্বীপ ইউনিয়ন(সাংগঠনিক) এর যুগ্ন আহবায়ক কামাল হোসেন, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক মোহাম্মদ কাশেম, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম উদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠে অবস্থান নিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ তথা কক্সবাজার -৪ আসনে নৌকার মনোনয়ন পাওয়ার যোগ্য প্রার্থী হিসেবে আলহাজ্ব আবদুর রহমান বদি ও বর্তমান সাংসদ শাহিন আক্তার আাগামী দিনেও সংসদ সদস্য নির্বাচন করার যোগ্যতা রয়েছে।
কেন না উনি টেকনাফের কৃষক, শ্রমিক, জেলে ও সাধারণ মানুষের সাথে মিলেছে দিন যাপন করে থাকেন। তাই আলহাজ্ব আবদুর রহমান বদি আগামীতে নৌকার মনোনয়ন পাবেন এমন প্রত্যাশা করি।
প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড.একরামুল হুদা বলেন- টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এমন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে আগামী দিনে এই জনপদে বিএনপি-জামাত এর নৈরাজ্য ঠেকাতে স্বেচ্ছাসেবক লীগ একাই যথেষ্ট।
এবং আরও বিএনপি-জমাতের নেতাদের বলেন এসো খেলা হবে! খেলা হবে! সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগ এর সাথে তারা পাল্লা দিতে সক্ষম হবে না! এবং আগামী ২৮ জুলাই কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে সকলকে আহবান জানান।
সভাপতি সরওয়ার আলম বলেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এক অভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হাওয়া লাগানোর জন্য বদির বিকল্প নেই। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক নেতাকর্মীদের পাড়া মহল্লায় শেখ হাসিনা ও বদির সালাম পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে উন্নয়নের বাণী শোনাতে হবে এবং নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, আগামী ২৮ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে আমাদের নানা কর্মসূচি রয়েছে, এবং সম্মেলনে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রঙ-বেরঙের বেনার ফেস্টুন, টীশার্ট পড়ে ডাক ঢোল বাজিয় উপস্থিতি হবে বলে আশ্বাস দেন।।
এবং সকলে উপস্থিতি হয়ে ধৈর্য ধরে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করে সফল করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply