শরীয়তপুর জাজিরা উপজেলায় ২০২৩- ২৪ অর্থবছরে রবি মৌসুমে ৩৮৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের সরিষা, খেসারি, মুগ, পেয়াজ, মসুর, সয়াবিন, সূর্যমুখী, ভূট্টা, গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা ১১ টার সময় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
জাজিরা উপজেল নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জামাল হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম নুরুল হক, বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভূইয়া, পালের চর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস ও মুসলিমা জাহান রুনিয়া, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, পৌর কাউন্সিলরগণ, ইউপি সদস্য বৃন্দ সহ কৃষক কৃষাণীরা।
প্রণোদনা বিতরণ উপলক্ষে বক্তরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষকদের কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply