শরীয়তপুর জাজিরায় সামাজিক সংগঠন যুব কল্যাণ সংস্থার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জাজিরার মতিসাগর মৌলভী কান্দি এলাকার ওসমান পেয়াদার বাড়িতে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
যুব কল্যাণ সংস্থার সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমান আয়নামতি সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. জসিম হাওলাদার, এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব কল্যাণ সংস্থার মতো উদ্যোগগুলো আমাদের সমাজকে উষ্ণতার পরশ দিয়ে এগিয়ে নিয়ে যায়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ।
সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যুব কল্যাণ সংস্থার এই উদ্যোগ জাজিরার মানুষের জন্য উদাহরণস্বরূপ। আমরা সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে থাকতে চাই।
অনুষ্ঠানের সভাপতি সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকলকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুব কল্যাণ সংস্থার এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply