1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
জাজিরায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জাজিরায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. ফারুক হোসেন জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
“লঙ্কিত হলে ভক্ত অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে, শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের আয়োজনে এবং জাজিরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাজিরার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলায়মান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইউনিয়ন পরিষদের সচিবগণ, ব্যবসায়ী প্রতিনিধি, হাট-বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ অন্যান্য বিশিষ্টজন।
আলোচনা সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের বিভিন্ন অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও প্রতিনিধি ব্যক্তিদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।
এই সভার মাধ্যমে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ এবং অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com