বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার সময় জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়ের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।
এছাড়া নিহত ও আহত পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এবং স্থানীয় সমন্বয়কগণও স্মরণসভায় অংশ নেন।
স্মরণসভায় বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা এই আন্দোলনের শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভায় আবেগঘন পরিবেশে নিহত ও আহত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
শহিদ ও আহতদের স্মৃতিকে চির অম্লান রাখতে এবং তাঁদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে সভাটি সমাপ্ত হয়।
Leave a Reply