1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
জাজিরায় জালটাকা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জাজিরায় জালটাকা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জালটাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জাজিরায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার সময়  উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জালনোট শনাক্তের পদ্ধতি ও প্রতিরোধমূলক আইন নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের জালনোট শনাক্তকরণ ও সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জাজিরা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার সাদিয়া বিনতে সোলাইমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার অতিরিক্ত পরিচালক কাজী নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মাদারীপুর প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ভূপেন্দ্রনাথ বিশ্বাস, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন, ব্যাংক কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি কাজী নজরুল ইসলাম বলেন, জালনোট সারা বিশ্বে একটি সমস্যা। সতর্কতার মাধ্যমেই আমরা এই ঝুঁকি থেকে বাঁচতে পারি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জালনোট শনাক্তকরণের পদ্ধতি দেওয়া রয়েছে, যা সবাইকে অনুসরণ করতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের মতো জালনোটও একটি আইনত দণ্ডনীয় অপরাধ। টাকা প্রাপ্তির সময় সতর্ক না হলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।
কর্মশালায় জালনোট শনাক্ত ও ছেঁড়া নোট ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com