গণ অধিকার পরিষদের তৃতীয় বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জাজিরা উপজেলা শহীদ মিনার চত্বরে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার সময় শরীয়তপুর জেলা ও জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এক কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহজালাল সাজু, যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদ, জেলার যুগ্ম আহ্বায়ক নিজাম মাদবর ও রাফি আহমেদ জয় সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ জনগণের পাশে থেকে কাজ করেছে এবং জনকল্যাণে অবিচলভাবে তাদের ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী এবং স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
Leave a Reply