1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জমকালো আয়োজনে হতে যাওয়া  পর্যটন মেলায় রয়েছে ৩৯ টি ইভেন্ট-  জেলা প্রশাসক: শাহীন ইমরান  - দৈনিক আমার সময়

জমকালো আয়োজনে হতে যাওয়া  পর্যটন মেলায় রয়েছে ৩৯ টি ইভেন্ট-  জেলা প্রশাসক: শাহীন ইমরান 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজারের সমুদ্র সৈকতের তীর ঘেষে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মতো জমকালো আয়োজনে শুরু হতে যাচ্ছে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল।
এই মেলা উপলক্ষে পর্যটকদের জন্য সাতদিনব্যাপী কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে রয়েছে বিশাল ছাড় সে সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ। হোটেল-মোটেলে থাকছে ৬০ শতাংশ ছাড়, রেস্তোরাঁয় ১৫ শতাংশ, বাস ভাড়ায় ২০ শতাংশ, হেলিকপ্টার জয় রাইডে ১০ শতাংশ, টিউব ভাড়ায় ৩০ শতাংশ, কিটকট চেয়ার ভাড়ায় ৩৩ শতাংশ, প্যারাসেইলিং রাইডে ৩০ শতাংশ, জেটস্কি বিচ বাইক রাইডে ৩৩ শতাংশ ছাড়সহ মাত্র দু’টাকায় কক্সবাজারে ছবি তুলে স্মরণীয় করে রাখা যাবে কক্সবাজার ভ্রমণকে। এছাড়া বিমানে ১৫ শতাংশ ছাড়সহ ১৫ খাতে থাকছে সুবিশাল সুযোগ।
জমকালো আয়োজন নিয়ে মেলা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক  সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান আরও জানান, সাতদিনই কক্সবাজারের ঐতিহ্য সহ সারাদেশের স্বনামধন্য শিল্পীরা উৎসবে মাতাবেন এবারে পর্যটন মেলায়। মেলায় দেশের বিখ্যাত ব্যান্ড চিরকুট, সোনারবাংলা সার্কাস, আভাস, নিশিথা বড়ুয়া, রবি চৌধুরীসহ দেশী-বিদেশী অনেকেই মাতিয়ে রাখবেন পর্যটন মেলা। এছাড়াও সুনামগঞ্জের শাহ আব্দুল করিমের দল,কুষ্টিয়ার লালন গীতির দল,ময়মনসিংয়ের মহুয়ার পালা দলের পরিবেশনা থাকবে।
মেলাকে ঘীরে কক্সবাজার শহরে নিরাপত্তায় কোন ঘাটতি থাকবে না বলে জানান , কক্সবাজারের পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জিল্লুর রহমান।  এতে অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.  মুজিবুল ইসলাম, এডিসি জেনারেল বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রার্জস্ব) জাহেদ ইকবাল,  কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা।
এছাড়াও পর্যটন মেলায় উপলক্ষে    বিশেষ ভাবে ২০০ টি স্টল। ১৫ টি ইভেন্টে ছাড় আর ৩৯ টি ইভেন্ট থাকছে এ মেলায়। যার মধ্যে উল্লেখ যোগ্য হলো, বিনা মূল্যে সার্কাস,বীচ ম্যারাথন,ঘুড়ি ও ফানুস উৎসব, আচারের মেলা, বীচ বাইক ও ওয়াটার বাইকনর‍্যালী, ফায়ার স্পিনিং, হেলিকপ্টার রাইড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com