1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জমকালো আয়োজনে টুয়াকের সদ্য নির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠানে: আশেক উল্লাহ রফিক এমপি - দৈনিক আমার সময়

জমকালো আয়োজনে টুয়াকের সদ্য নির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠানে: আশেক উল্লাহ রফিক এমপি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
কক্সবাজারের পর্যটনসেবী সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবনির্বাচিত নেতৃবৃন্দের এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) রাতে শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে দশম কার্যকরী পরিষদে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মনসুর।
শপথ গ্রহণকারীরা হলেন, সভাপতি তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এম এম সাদেক লাবু, সহ-সভাপতি একে এম মুনিবুর রহমান (টিটু), কামাল হোসেন খোকন, সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব, যুগ্ম সম্পাদক আল আমিন বিশ্বাস (তুষার), এসএ কাজল, মুহাম্মদ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম রনি, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ নাঈম, পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার, আন্তর্জাতিক ও সমাজ কল্যাণ সম্পাদক এস.এম শাহ আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইউছুপ খাঁন, কার্যকরী সদস্য মোহাম্মদ সুলতান সাঈফ, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ হেলাল উদ্দিন সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাইছারুল হক জুয়েল, টুয়াবের সভাপতি শিবলুল আজম কোরাইশি, কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, প্রতিষ্ঠা সভাপতি এস এম কিবরিয়া খাঁন।
অনুষ্ঠানে অতিথিরা পর্যটন সেবায় টুয়াকের অবদান ও নব-নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি দিকনিদের্শনামূল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আনোয়ার কামাল। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল ও প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ।
নিজেদের বক্তব্যে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিবন্ধনের শর্ত বাতিলসহ পর্যটনের প্রতিবন্ধকতা সম্পর্কিত সমস্যা সমাধানের দাবি তোলেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর টুয়াকের দশম কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com