1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকার পাটাতনের নিচ থেকে দেড় লক্ষ পিস ইয়াবা উদ্ধার - দৈনিক আমার সময়

চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকার পাটাতনের নিচ থেকে দেড় লক্ষ পিস ইয়াবা উদ্ধার

আখতার হোসেন হিরু টেকনাফ (কক্সবাজার)
    প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
কক্সবাজারের টেকনাফ নাজির পাড়া সীমান্তে অভিযান চালিয়ে  ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
টেকনাফ ২বিজবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৪ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে দেড় নম্বর নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টহলদল কিছুক্ষণ পর তিনজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। এ সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নৌকা থেকে  নাফ নদীতে লাফিয়ে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com