কুষ্টিয়া চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব বিপিএএ, বিপিএম, পিপিএম (বার)। গতকাল সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সম্মেলনকক্ষে নবাগত পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের বারংবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি রবিউল ইসলাম।
সভার শুরুতে পুলিশ সুপারকে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নেতৃবৃন্দ ও সদস্যগণ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
পুলিশ সুপার উপস্থিত কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
মত বিনিময় সভায় চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন যথাক্রমে খন্দকার ইকবাল মাহমুদ, পরিচালক দি কুষ্টিয়া অব কমার্স। জনাব এম এ খালেক, সাধারণ পরিষদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলমটুকু, সাবেক সহ-সভাপতি দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স। হাজী মহা. আশরাফ উদ্দিন নজু, সাবেক সভাপতি দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স। যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসির উদ্দিন মৃধা, সাবেক সভাপতি দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন কুষ্টিয়া জেলায় সকল ব্যাবসায়ীদের নির্বিঘ্নে ব্যাবসা বানিজ্য পরিচালনা করতে পুলিশ সব সময় ব্যাবসায়ীদের পাশে থাকবে। কুষ্টিয়া জেলার সকল প্রকার অন্যায় ও অনিয়ম দূর করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন কুষ্টিয়ার মাটি ব্যবসায়ীদের জন্য উর্বর। এই জেলায় ছোট বড় অনেক কলকারখানা রয়েছে, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স নিরলস ভাবে সকল ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা কালীন সময়ে ব্যবসায়ীদের পক্ষে জীবন বাজি রেখে চেম্বারের নেতৃবৃন্দরা কাজ করে গেছেন। ভবিষ্যতেও দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স একইভাবে ব্যবসায়ীদের পক্ষে কাজ করে যাবেন। তিনি আশা করেন ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে প্রশাসন সহ জেলার সকলকে পাশে পাবেন।
মতবিনিময় শেষে চেম্বার অব কমার্স এর আয়োজনে নৈশভোজে অংশ গ্রহণ করেন উপস্থিত সকলে।
Leave a Reply